কুমিল্লার বরুড়ায় শরীফুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার আড্ডায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শরিফ উদ্দিন তিন কন্যা সন্তানের জনক। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের সাইফুদ্দিন মিয়ার ছেলে। নিহতের পিতা একজন স্কুল শিক্ষক।
জানা যায়, রাত পৌনে দুইটার দিকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী মুখোশ পড়ে বাসায় প্রবেশ করে। এসময় শরিফকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে তার স্ত্রীর চিৎকারে আশে পাশের মানুষ জড়ো হয়ে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বরুড়া থানার উপ-পরিদর্শক উত্তম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
জাহাঙ্গীর আলম ইমরুল, ১৬ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur