পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামি প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। পহেলা অক্টোবর থেকে শপিংমলে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। পহেলা নভেম্বর পলিথিন উৎপাদনকারীদের
বিরুদ্ধে অভিযান শুরু হবে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে।
রবিবার ২৯ সেপ্টেম্বর পরিবেশ ভবন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত পলিথিনের বিকল্প পণ্য মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবেশ সচিব ড.ফারহিনা আহমেদ,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.আবদুল হামিদ,পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম,দোকান মালিক সমিতির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন,এসডো মহাসচিব ড.শাহরিয়ার হোসেন এবং বিইউপি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.আরিফুর রহমান ভূঁইয়া।
রিজওয়ানা হাসান বলেন, ‘আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে।ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে।’
তিনি আরো বলেন,‘এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নে সব ধরনের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে এ ধরনের ব্যাগ যেন আর উৎপাদন না হয়, সেজন্য কারখানাগুলোয়ও অভিযান চালানো হবে।’
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধনের পর স্টল ঘুরে দেখেন এ উপদেষ্টা।
মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। পুনঃব্যবহারযোগ্য ব্যাগ, পাটের ব্যাগ,কাগজের ব্যাগ,বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শিত হয়। মেলায় ২৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur