চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিধি কার্যকরে মতবিনিময় সভা বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা জেলা পরিবেশ অধিদপ্তরে কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে আইন অবহিতকরণ অভিযান জোরদার করার বিষয়ে আইনে বলা আছে। আইন অনুযায়ী যে কোনো পণ্যের গুনগতমান রক্ষার জন্য ৫৫ মাইক্রোন পুরুত্বের পলিইথিনিং ও পলিপ্রবাইলিন ব্যাগ ব্যবহার করা যাবে। তবে এ সকল প্যাকেজিং ব্যাগের আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং পণ্যের জন্য ব্যবহার হচ্ছে তা ছাপানো থাকতে হবে। এছাড়াও মাছের রেনু পোনা পরিবহনের জন্য ত্রিশ মাইক্রোন, মাশরুম চাষের জন্য ৩৫ ও চা চারা উত্তোলনে ৪০ পলি পোফাইলিং ইথিলিং প্যাকেজিং ব্যবহার করতে হবে। তবে শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানা ও যে উদ্দেশ্যে ব্যবহার করা শপিং ব্যাগ অন্য কাজে ব্যবহারা করা যাবে না। যে প্রতিষ্ঠানের পলি ব্যাগ ওই প্রতিষ্ঠানের নির্দিষ্ট সিল লাগানো থাকতে হবে।
কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার কামরুজ্জামান, নৌ-পুলিশের এল পি এম সামসুল আলম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, হিসাবরক্ষক আবুবকর সিদ্দিকীসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ] প্রতিবেদক- আনোয়ারুল হক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur