চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২১ আগস্ট) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের দায়ে মাধ্যেমে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট কাজী সুমন চাঁদপুর টাইমসকে জানান, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ আইনে (৬) ক ধারায় এ জরিমানা করা হয়।’
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে, নতুন বাজারের মেসার্স চাঁদপুর স্টোর থেকে ২ হাজার টাকা, মেসার্স সুবল ট্রেডার্স থেকে ২ হাজার টাকা, কালু স্টোর থেকে ৩ হাজার টাকা মেসার্স লিটন কনফেকশনারী থেকে ২ হাজার টাকা, আবুল হাশেম মুড়ির দোকান থেকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ০৬ : ৪৪ পিএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
এইউ