রাজনীতি

পলাতক থেকে জামিনের চেষ্টা করছেন লিটন

নিউজ ডেস্ক:
শিশুর দুই পায়ে গুলি করে শিশুকে আহত করার পর গা ঢাকা দিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মুঞ্জুরুল ইসলাম লিটন। থানায় মামলা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি তাকে গ্রেপ্তারের পুলিশের তরফ থেকে কোনো চেষ্টা নেই বলেও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো বলছে, পালিয়ে থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসতে চাইছেন এমপি লিটন।তিনি হাইকোর্ট থেকে জামিন নেয়ার চেষ্টা করছেন।

পুলিশের ঊর্দ্ধতন এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঘটনাটি ঘটার পর শিশুর পরিবার মামলা করতে থানায় যেতে ভয় পাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশই ডেকে নিয়ে মামলা নিয়েছে। মামলার নেয়ার পর তদন্তও করা হচ্ছে। সরকারের ‘গ্রিন সিগন্যালেই’ তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তাকে জামিন নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। না হলে গ্রেপ্তার করা হবে। স্থানীয় সূত্রগুলোও বলছে, পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তারের কোনো তোড়জোড় নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এমপি লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে খুঁজছে। তিনি যদি আদালতে আত্মসমর্পন না করেন তা হলে তাকে গ্রেপ্তার করা হবে।’

জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসরাইল হোসেন বলেন, ‘মামলার তদন্ত চলছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’ তাকে গ্রেপ্তার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনিতো এলাকায় নেই।’

গত শুক্রবার ভোর পৌনে ৬টায় গাইবন্ধার বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ পাকা রাস্তায় চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ (৯) হাটছিল। এসময় নিজস্ব পাজেরো জিপে সুন্দরগঞ্জ শহরে যাওয়ার সময় অতিরিক্ত মদ পানের কারণে মাতাল অবস্থায় এমপি লিটন গোপাল চরণ এলাকায় ব্রিজের কাছে গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়েন। ৩টি গুলি সৌরভের দুই পায়ে বিদ্ধ হয়।

পরে সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ২)। এ ঘটনায় সুন্দরগঞ্জের এমপি লিটনের পক্ষে তার শ্যালক থানায় ২টি লাইসেন্সকৃত অস্ত্র জমা দিয়েছে। জমাকৃত অস্ত্রের মধ্যে ১টি শর্টগান ও ১টি পিস্তল। সেই সাথে শর্টগানের ৫০টি ও পিস্তলের ৩টি গুলিও জমা দেয়া হয়েছে।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১২:২৭ পিএম, ৭ অক্টোবর ২০১৫, বুধবার

ডিএইচ/২০১৫।

Share