চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একমাত্র সরকার ঘোষিত ষাটনল পর্যটন কেন্দ্রটি ২০ বছরেও উন্নয়ন হয়নি। স্থানীয় জনপ্রতিনিধরা চেষ্টা চালিয়ে যাওয়ার পরও পর্যটনের কোন রূপ পায়নি এখনো। এই পর্যটনটি উন্নয়ন হলে মানুষের বিনোদনের জন্য একটি অন্যতম পর্যটন হতো এটি। মেঘনা নদীর পাড়ে ষাটনল লঞ্চঘাট সংলগ্ন অবস্থান এটির।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে ষাটনল পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম।
এসময় তিনি পর্যটন কেন্দ্রটির ব্যাপারে খোঁজখবর নেন এবং এর কাগজপত্র খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেন, আমি আগে অনেক শুনতাম ষাটনল পর্যটন কেন্দ্রটি অনেক সুন্দর একটি জায়গা। এসে দেখলাম আসলেই এখানে সুন্দর একটি পরিবেশ। নদীর পাড়ে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটির উন্নয়ন করা হলে মানুষের একটি বিনোদনের জায়গা হতো।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত উদ্যোগে ষাটনল পর্যটন কেন্দ্রটি একটি আধুনিক পর্যটন কেন্দ্র হতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করবো যারা বিত্তশালী আছেন, তারা এই পর্যটনটি উন্নয়নের লক্ষ্যে সকলে এগিয়ে আসবেন। আমি যতটা পারি এই পর্যটনটি উন্নয়নের জন্য কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ফরাযীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক