চাঁদপুরে আবাসিক হোটেল মালিক সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা ও করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে হোটেল গ্রান্ড হিলশার লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান গাজীর (মদিনা আবাসিক হোটেল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের (হোটেল গ্রান্ড হিলশা) সঞ্চালনায় সভায় শুরুতে সমিতির সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করেন উপদেষ্টা মোঃ মমিন উল্যাহ (সফিনা হোটেল)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আক্তার হোসেন মাঝি (হোটেল রুপসী চাঁদপুর), মোঃ নূরুল ইসলাম মিজি ( হোটেল শেরাটন), খোরশেদ আলম কাঞ্চন (হোটেল গ্রান্ড হিলশা), সমিতির সহ-সভাপতি এম আই মমিন খান (হোটেল টুইশ), হোসেন গাজী (গাজী আবাসিক হোটেল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী (হোটেল চাঁদনগর), সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রতন (শ্যামলী আবাসিক হোটেল), কোষাধক্ষ্য মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (হোটেল সাগর ইন), সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ বাহার (গাজী আবাসিক হোটেল),কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল (হোটেল ওয়েস্টান) প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ রমজান ( প্রিন্স হোটেল), সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (হোটেল গার্ডেন), গোলাম মোস্তফা খান (হোটেল আল রাজি), ওবায়দুল গণি (নিউ (গাজী আবাসিক হোটেল), দপ্তর সম্পাদক লিমন গাজী (সুন্দরবন আবাসিক বোডিং), প্রচার সম্পাদক সাইফুল গাজী (রশিদ আবাসিক বোডিং), সম্মানিত সদস্য ইমরান খান বাবু (হোটেল আল রাশিদা), মোঃ শরীফ হোসেন কাজী (হোটেল চাঁদনগর), মোঃ ইমরান হোসেন গাজী (ভাই ভাই আবাসিক বোডিং) মোঃ মোক্তার হোসেন (শরিয়তপুর আবাসিক হোটেল),সহ সভাপতি মো রমজান (প্রিন্স হোটেল)।
সভায় সমিতির নেতৃবৃন্দ দীর্ঘ সময় ধরে করোনার প্রকোপে আবাসিক হোটেলের স্টাফ ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত না দিতে পারায় মালিকপক্ষ দুঃখ প্রকাশ করেন এবং তাদের এ দকল কাটিয়ে উঠতে সরকারের ত্রাণ সংস্থা থেকে সাহায্য সহযোগিতা করতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
এছাড়া সকল সদস্য মাসিক ৩০০ টাকা চাঁদা প্রদান করিবে এবং নিয়মিত ভ্যাট প্রদানে করার প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়।
এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আবাসিক ব্যবস্থাপনায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সুন্দর সেবা প্রদান করার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া হোটেলের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
স্টাফ করেসপন্ডেট,৩ জুন ২০২১