Tuesday, 02 June, 2015 02:42:36 PM
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :
বাড়িতে একা সুন্দরী তরুণীটি৷ এমনই সময় কলিং বেলের আওয়াজ৷ দরজা খুলতেই সামনে সুন্দর দেখতে ডেলিভারি বয়৷ হাতে পিত্জার বাক্স থাকলেও শুধুমাত্র পিত্জা দিতেই কি তার আগমন ফাঁকা বাড়িতে? দু’জনের চোখে চোখে একটু ইশারা৷ এমন কিছু কথার আদানপ্রদান যার একাধিক মানে হতে পারে৷ কয়েক মুহূর্ত পরই দ্রুত হাতে বাহুল্য বোধে বাতিল দু’জনেরই পোশাক৷ তার পর দেখা দিল গগলস৷
গগলস?
হ্যাঁ, গগলস৷ মূর্তিমান রসভঙ্গ আর কাকে বলে! পর্ন ছবিতে কনডম ব্যবহার বাধ্যতামূলক করার কয়েক দিন পরই ফের বিশেষ এক আইন জারি করল ক্যালিফর্নিয়া আদালত৷ এ বার ঘোষণা করা হয়েছে পর্ন ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করতে হবে যাঁদের, সেই চরিত্রগুলির চোখে অবশ্যই গগলস থাকতে হবে৷ অর্থাত, আরও বিশদে বললে যতক্ষণ সিনেমার নায়ক-নায়িকা পোশাক-আশাক পরে আছেন ততক্ষণই তাঁদের পুরো মুখ দেখানো যাবে৷ পোশাকের প্রয়োজন ফুরিয়ে গেলেই দরকার পড়বে মুখের কিছুটা অংশ, বিশেষ করে চোখ ঢেকে ফেলার৷
ক্যালিফর্নিয়া আদালতের এমন রায়ে আদৌ খুশি নন পর্ন ছবির নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা৷ অ্যাডাল্ট সিনেমার সঙ্গে জড়িত ফ্রি স্পিচ কোয়ালিশন নামে একটি সংগঠনের প্রধান ডিয়ান ডিউক জানিয়েছেন, ‘পর্ন ইন্ডাস্ট্রি যাতে বাজারে টিকে থাকতে না পারে তার জন্য একটি শক্তিশালী পক্ষ উঠেপড়ে লেগেছে৷ প্রথমে কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক করা হল৷ বলা হল, স্বাস্থ্যের কারণে এমন করা হচ্ছে৷ এ বার আইন পাশ হল পর্ন ছবিতে গগলস পরা বাধ্যতামূলক৷ এ ভাবে কাজ করা যায় না৷’
২০১২ সালে ক্যালিফর্নিয়ার পর্ন ইন্ডাস্ট্রি বড়সড় ধাক্কা খায় কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক করায়৷ এমন ঘোষণার ফলে পর্ন ছবির ব্যবসা প্রায় ৯০ শতাংশ কমে যায়৷ আমেরিকার প্রদেশগুলির মধ্যে ক্যালিফর্নিয়া ও নিউ হ্যাম্পশায়ারেই পর্ন ছবি নির্মাণের কাজ হয়৷ এই দুই রাজ্যের পর্ন ছবির বহু নির্মাতা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন৷
এমন আইনের প্রয়োগে বিরক্ত ছবির অভিনেতা-অভিনেত্রীরাও৷ সে বার তাঁদের অনেকেই বলেছিলেন, কন্ডোমের ব্যবহার বাধ্যতামূলক করায় সিনেমার করার অর্ধেক আনন্দই মাটি হতে বসেছে তাঁদের৷ এ বার তো প্রায় সবাই বলেছেন, যদি চোখ ও মুখের বেশিরভাগটাই গগলসে ঢাকা থাকলে তো তাঁদের অভিব্যক্তি দেখতেই পাবেন না দর্শকরা৷ যদি তা-ই হয় তবে তো দর্শকদেরও সব আনন্দ মাটি৷ এ তো রীতিমতো ঠকানো হচ্ছে তাঁদের৷ আইন পাসে বেজায় বিরক্ত সব মহলই৷
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।