চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০২:৫৭ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
শিরোনাম দেখে নিশ্চয় অবাক হচ্ছেন। রোজ রোজই তাদের ভিডিও কত কত সাইটে আপ হয়। তারপরও পর্নো সাইট বলেই একটা খবর। আর এ খবরেই নাকি অনেকেই আহত হয়েছেন।
বাস্তব জীবনের এ জুটির জনপ্রিয় একটি সিনেমা ‘পেয়ার তো হোনা হি থা’। এ সিনেমার ‘আজনবি মুছসে বাতা’ গানটি সম্প্রতি এক পর্নো সাইটে আপ করা হয়েছে। এর পরপরই নাকি গানটি অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে।
তবে কেন গানটি আপ করা হয়েছে জানা যায়নি। এতে তাদের অনেক ভক্ত আহত হয়েছেন।
সর্বশেষ ‘দৃশ্যম’ সিনেমায় দেখা গেছে অজয় দেবগণকে। অন্যদিকে কাজল ব্যস্ত আছেন ‘দিলওয়ালে’ সিনেমায়। শাহরুখের বিপরীতে জুটি বাঁধা সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur