পর্ন দুনিয়া থেকে বলিউডে পা রেখে ইতোমধ্যেই বেশ নাম কামিয়েছেন বলিউড তারকা সানি লিওন। ‘জিসম-২’ ছবি দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করা এই তারকার অবসরের সুযোগ নেই। ব্যবসা সফল নায়িকা হিসেবে কাজ করেছেন ‘এক পেহেলি লীলা’ ও ‘মাস্তিজাদে’ ছবিতে।
তবে নিজেকে শুধু ছবির কাজেই সীমাবদ্ধ রাখতে চান না সাবেক এই ইন্দো কানাডিয়ান পর্নস্টার। তাই সম্প্রতি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতেও। ‘বেবিডল’ খ্যাত কনিকা কাপুরের নতুন গান ‘সুপার গার্ল ফ্রম চায়না’তে নেচেছেন সানি।
গানটিতে সানির পরিহিত একটি বিশেষ পোশাক দেখা যায়। জানা গেছে এই পোশাকটি আমদানি করা হয়েছে সুদুর লন্ডন থেকে। গানটিতে সানিকে দেখা গেছে আগের চেয়ে আরো আবেদনময়ীর ভঙ্গিতে। সুপার ওম্যানের সাজে তাকে হিরো নিয়ে আকাশে উড়তেও দেখা গেছে। তাই দর্শকদের মাতামাতিও চলছে বেশ।
দুই দিন আগে মুক্তি পাওয়া এই ভিডিওটি এরইমধ্যে প্রায় দুই লাখ দর্শক উপভোগ করেছেন। বলিউডবোদ্ধরা মুখে স্বীকার না করলেও বোঝাই যাচ্ছে, সানি লিওন এখন বলিউডের মোস্ট ওয়ান্টেড হিরোইন। অন্তত দর্শকদের চাহিদায় সেটাই প্রমাণীত।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৭:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur