কক্সবাজার জেলার রামু উপজেলার ইন্টারন্যাশনাল অ্যামিউজম্যান্ট ক্লাবের পাশে নায়িকা পরীমনির শুটিং স্থলে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ইউনিটের দুই নারীসহ তিনজন আহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুটিং চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তিন হামলাকারীকে আটক করেছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় রামু ইন্টারন্যাশনাল অ্যামিউজম্যান্ট ক্লাবের পাশের একটি বিরোধপূর্ণ জমিতে জাজ মাল্টিমিডিয়ার সিনেমার শুটিং চলছিল। এ সময় ক্লাবের কর্মচারীরা তাদের ওই জমিতে শুটিং করতে নিষেধ করেন। কিন্তু ইউনিটের লোকজন তাদের কথা না শুনে শুটিং চালিয়ে যাচ্ছিল। এ সময় ক্লাবের কিছু লোক তাদের ওপর হামলা করে। এতে শুটিং ইউনিটের দুই নারীসহ তিনজন আহত হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তিন হামলাকারীকে আটক করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। (বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৬ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ