‘সোনার তরী।’ না কোনো কবিতা নয় কিংবা রবি ঠাকুরের সাথে কোনো সম্পৃক্ততাও নেই। সোনার তরী একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যার কর্ণধার হচ্ছেন পরীমনি। সোনার তরী মাল্টিমিডিয়া নামের প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে আজ বিস্তারিত জানাবেন পরীমনি নিজেই। আর এজন্য সকল সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন এফডিসিতে।
আজ বিএফডিসির ৭ নাম্বার শুটিং ফ্লোরে বিকাল ৪টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয়া হবে বলে জানা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির লোগো উন্মোচনও করা হবে। জানা যায়, এই অনুষ্ঠানে নজরুল ইসলাম বাবু (এমপি) বিশেষ অতিথিসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকে উপস্থিত থাকবেন।
পরীমনি অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পরী। মুক্তির অপেক্ষায় আছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ নামের নতুন সিনেমাটি। খুব শিগগির মুক্তি পাবে এটি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩৫ পি.এম ৯মার্চ,২০১৮ শুক্রবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur