‘আমার বিশ্বাস ছিল “রক্ত” আসবেই। বিশ্বাস আমার সঙ্গে প্রতারণা করেনি।’ ঢাকার অদূরে আশুলিয়ায় ‘রক্ত’ সিনেমার শুটিং থেকে এভাবেই জানালেন বাংলাদেশি সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
ইতোমধ্যে ‘রক্ত’ সিনেমার আইটেম গান ‘আমি ডানাকাটা পরী’ ভিডিও নিয়ে ইউটিউব ও সোস্যাল মিডিয়া ঝড় উঠেছে
‘রক্ত’ সিনেমার মুক্তির খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত পরীমনি। বললেন, ‘এই ছবির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার অভিনয়জীবন খুব অল্প সময়ের। এই অল্প সময়ে অনেকগুলো ছবিতে অভিনয়ের সুযোগ হয়েছে। কিন্তু “রক্ত” সব কটি সিনেমার চেয়ে আলাদা। এই ছবির জন্য প্রচণ্ড গরম, জ্বর ও ব্যথা নিয়ে উপেক্ষা করে সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত শুটিং করেছি। আমার কাছে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। পরিশ্রমের ফলও পেয়েছি। টিজার ও গান প্রকাশের পর সবাই যেভাবে প্রশংসা করেছেন, তা আমার কাছে বড় প্রাপ্তি মনে হয়েছে। এখন যেহেতু ছবির মুক্তির খবরটা শুনলাম, তাই খুব ভালো লাগছে।’
পরীমনি ওয়াজেদ আলী পরিচালিত ‘রক্ত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুরুর দিকে ছবিটির পরিচালনায় ছিলেন মালেক আফসারী।
পরীমনি জানালেন, ‘রক্ত’ সিনেমার কিছু প্যাচওয়ার্ক বাকি আছে। আজ (২৫ আগস্ট) ছাড়াও আরও দুদিন কাজ করলে পুরো ছবির শুটিং শেষ হবে।
‘রক্ত’ পরীমনির অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ উল্লেখ করে বললেন, ‘ইউটিউবে ছবিটির টিজার প্রকাশের পর থেকেই অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছি। ছবিটি নিয়ে তাঁদের সবার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমরা যেভাবে পরিশ্রম করে শুটিং করেছি, দর্শকেরা ষোলো আনা আনন্দ পাবেন।’
পরীমনি জানান, রক্ত ছাড়াও ঈদে মুক্তি পাওয়ার উপযোগী তাঁর আরও দুটি ছবি পুরোপুরি তৈরি হয়ে আছে। ছবি দুটি হচ্ছে শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ ও ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’। (প্রথম আলো)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur