অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছেন গত ক’বছর আগ থেকে। আর প্রথম বছরেই তাঁর ছ’টি ছবি মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি।
তাঁকে ঘিরে ভারতেও সিনেপ্রেমীদের মধ্যে উত্সাহ তুঙ্গে। তাঁর ছবি হলে গিয়ে দেখার সুযোগ না পেলেও কোনও চিন্তা নেই। কারণ ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটির গান ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
মাত্র দুই সপ্তাহে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন পরীমণি অভিনীত ‘পাগলা দিওয়ানা’র গান। এই ছবিতে পরীমণির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরিয়াজ। তাঁদের জুটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গত বছরটা সত্যিই ভাল গিয়েছে নায়িকার। ‘পাগলা দিওয়ানা’ ছাড়াও পরীমণি অভিনীত ‘ভালবাসা সীমাহীন’, আরও ভালবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’ এবং ‘মহুয়া সুন্দরী’ মুক্তি পেয়েছে ২০১৫তে। নীচের ভিডিওতে আপনিও দেখুন ‘পাগলা দিওয়ানা’র গান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur