সারাদেশের ন্যায় চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আজ ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৩ টায় জেলা সদরের ২০ কেন্দ্রে শুরু হচ্ছে ।
চাঁদপুর জেলার ৮ উপজেলায় প্রার্থীর সংখ্যা ১৬ হাজার ৩শ ৫৩ জন। জেলা সদরের ২০টি প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে ।
সর্বশেষ তথ্য-উপাত্ত নিয়ে জানা গেছে-চাঁদপুর জেলায় ২৪২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে চাঁদপুরে প্রতি পদের বিপরীতে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সে মতে-৬শ ৫৪ জন স্ব-স্ব প্রতিষ্টানের শিক্ষক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। বিকেল ৩টা থেকে ৪.৩০ টা পর্যন্ত এ পরীক্ষা হবে। প্রতি ২০ জনের জন্যে ১ জন পর্যবেক্ষক এবং প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান কেন্দ্র সচিব হিসেবে দাায়িত্ব পালন করবেন ।
ভার-প্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্¥দ মোছাদ্দেক হোসেন এ তথ্য জানান। এ দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে রোববার কেন্দ্র সচিবদের নিয়ে একটি সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার ও শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি এ সভায় সভাপত্বি করেন এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
ভার-প্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সকল বিষয়ে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন,‘এ পরীক্ষায় কোন সহকর্মীকে আমরা রেখে যাচ্ছি-তার প্রতিফলন এ পরীক্ষার মধ্যে ফুটে উঠবে। এখানে আদর্শ নিয়ে অনেক বড় বড় শিক্ষক বসে আছেন। এ আদর্শকে কেউ বিক্রি করবেন না। তাই পবিত্রার মাধ্যমে পরীক্ষার দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
তিনি আরো বলেন,‘ নিয়োগ ও পরীক্ষার বিষয়ে কোনো ব্যত্যয় গ্রহণ করা যাবে না। ন্যায়,সততা ও স্বচ্ছতার পরিচয় দিতে হবে। পরীক্ষার্থীদের শিক্ষক হওয়ার যোগ্যতার প্রমাণ দিতে হবে। যিনি পরীক্ষায় ভালো করবেন তিনিই ভাইভায় আসতে পারবেন।
পরীক্ষার হলে কোনো পর্যবেক্ষকের মোবাইল ফোন থাকলে তাকে গ্রেফতার করা হবে।’পরীক্ষা চলাকালীন বা গ্রহণে সরকারি নির্দেশিকাসমূহ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন জেলা প্রশাসক ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মো.নাজমুল ইসলাম সরকার ।
প্রসঙ্গত-পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে দ’ুটি ধাপে পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় বলা হয়েছে দু’ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
আ ব দু ল গ নি
৯ জা নু য়া রি ২ ০ ২ ৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur