আজ ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বিসিএস এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। এর আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার আসনবিন্যাস,সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
বিশেষ এ বিসিএস শিক্ষার জন্য নির্ধারিত। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেয়া হবে। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। অর্থাৎ প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ৪৫৬ জন পরীক্ষার্থী।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার্থীদের করণীয়
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর কোনো পরীক্ষার্থী হলে ঢুকতে পারবেন না। প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে বই,ঘড়ি, মুঠোফোন,ক্যালকুলেটর,ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ । পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া হিয়ারিং এইড ব্যবহার করা যাবে না। দৃষ্টিপ্রতিবন্ধীসহ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য বাড়তি সময়ও দেয়া হবে।
পরীক্ষা পদ্ধতি
এ পরীক্ষায় ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় দু’ঘণ্টা। পিএসসি জানায়,কোনো অবস্থাতেই পরীক্ষার হল পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।
২৫ অক্টোবর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur