Home / শিক্ষাঙ্গন / ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু : চলবে ৩১ জুলাই পর্যন্ত
BCS

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু : চলবে ৩১ জুলাই পর্যন্ত

ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হয়েছে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা। ২৪ জুলাই সকাল ১০ টায় শুরু হয়েছে এ পরীক্ষা,শেষ হবে দুপুর ২টায়।

পরীক্ষা চলবে আগামি ৩১ জুলাই পর্যন্ত।

এর আগে ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২শ ২৯ জন প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে।

ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,বরিশাল,সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।

পরীক্ষা হলে বই-পুস্তক,ব্যাগ,মানিব্যাগ,হাতঘড়ি,মোবাইল ফোন,ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩ শ ৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮শ ৩২ চাকরিপ্রার্থী।

এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২শ ২৯ জন।

২৫ জুলাই ২০২২
এজি