চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর ফরাজী (২২) নামের এক আলিম পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
১৫ নভেম্বর সোমবার দুপুরে ওই উপজেলার ইসলামপুর গ্রামের ভোলার বাড়ি নামক নজরুল ইসলামের বিল্ডিংয়ে এর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তানভীর ফরাজী ওই গ্রামের ফরাজী বাড়ির শাহাজাহান ফরাজীর পুত্র। ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার এস আই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যান।
নিহতের মামা মুক্তার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, তার ভাগিনা তানভীর ইসলামপুর শাহ সিনিয়র মাদ্রাসার ছাত্র। আগামী ২৫ নভেম্বর তার আলেম পরীক্ষা ছিলো। সোমবার দিন সকালে তার ভাগিনা তানভীর একই বাড়ির সম্পর্কে চাচা স্যানিটারি মিস্ত্রী আনোয়ার সাথে অপর চাচা রফিকুল ইসলামের বিল্ডিংয়ে কাজ করতে যায়।
এসময় তারা বৈদ্যুতিক লাইনের সুইচ লাগানোর জন্য দেয়ালে ডিল মেশিন দিয়ে ছিদ্র করার পর ডিল মেসিনের প্লাগ খুলতে গিয়ে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। তারা তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
চাঁদপুর মডেল থানার এস আই ফারুক জানান, ‘আমরা বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে লাশের সুরতহাল তৈরি করেছি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় বার্তা পাঠানো হবে। তারপর যদি পরিবারের কোন অভিযোগ না থাকে। তাহলে তারা আবেদন করে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে পারবে।’
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur