উপজেলা সংবাদ

আশানুরূপ ফলাফল না হওয়ায় চাঁদপুরে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

 মিজানুর রহমান রানা | আপডেট: ০৭:৩২ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৫, সোমবার

পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করায় অভিমানী এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সফল হয়নি।

জানা যায়, ০৯ আগস্ট রোববার চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ওইদিন চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারের পূর্ব রামদাসদী এলাকার মাহবুব খানের মেয়ে ও মাহবুব আলমের স্ত্রী এইচএসসি পরীক্ষার্থী মুন্নী আক্তার (২৩) নিজের দু’হাত কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তার বাবা-মা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করে।

আহত মুন্নী আক্তারের পিতা মাহবুব খান জানান, আমার মেয়ের এইচএসসিতে পাস করেছে। তবে সে এ প্লাস কেন পেলো না, এই চিন্তা করে নিজের হাত কেটে রক্ত ঝরায় এবং আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে অসংলগ্ন ভাষায় কথাবার্তা বলছে।

কর্তব্যরত ডাক্তার জানান, মেয়েটি মানসিকভাবে প্রচ- শক খেয়েছে। তাই সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাকে পরিবারের পক্ষ থেকে মানসিকভাবে সহযোগিতা করা প্রয়োজন, তাহলেই সে সুস্থ হয়ে যাবে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share