এইচ এস সি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সভা বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে পারে প্রত্যেক হল কেন্দ্র সচিবরা দৃষ্টি রাকবেন। কোন অনিয়ম হলে হল সচিবের বিরুদ্ধে ব্যবস্থা। পরীক্ষার হলে ছাত্র-ছাত্রী ছাড়া বাইরের কোর ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে। যদি কোন ব্যাক্তি হলে প্রবেশ করলে হল সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, পরীক্ষার হলে কোন দয়ালু শিক্ষকরা যাবে না। যা দয়া ছিলো তা দুই বছর আগে ক্লাসে দেখনো হয়েছে। এখন আর পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের বলে দেওয়া বা দেখানোর সুযোগ নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী
: আপডেট ৪:৩৬ পিএম, ৯ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ