Home / সারাদেশ / ২২ সেপ্টেম্বর থেকে ৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
Dhaka University

২২ সেপ্টেম্বর থেকে ৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে আগামি ২২ সেপ্টেম্বর বুধবার থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

স্নাতক প্রথম বর্ষ ২০২১-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://bit.ly/3lqzGPo থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ।

আগামি ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ৭ কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৫ নভেম্বর বাণিজ্য ইউনিট ও ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু ১ এপ্রিল

এ বছর সাত কলেজের তিনটি ইউনিটের ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় এক লাখ। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আবেদন করেছেন ৩০ হাজারের বেশি,বাণিজ্য অনুষদে আবেদন করেছেন ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান অনুষদের আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী।

এদের মধ্যে ভর্তির আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

বার্তা কক্ষ , ১৮ সেপ্টেম্বর ২০২১
এজি