পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সব ধরনের পাবলিক ও নিয়োগ পরীক্ষায় দেশের সব জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র স্থাপন নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এসব পরীক্ষায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র নির্মাণে কেন নির্দেশ দেওয়া হবে না– রুলে তা জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত জনস্বার্থে করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
শিক্ষা সচিব,গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রকদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী সরদার জাকির হোসেন আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো.সাইফুল ইসলাম।
অ্যাডভোকেট সরদার জাকির হোসেন বলেন, ‘পিইসি,জেএসসি,এসএসসি,এইচএসসি,স্নাতকসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেওয়া হয় না। শিক্ষার্থীরা এভাবে শিক্ষা ড়্গেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমনকি চূড়ান্ত পরীক্ষায় অনেকে ফলাফল খারাপ করছে। এসব বিষয় উল্লেখ করে এ রিট আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত রুল জারি করেছে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম বলেন,‘সব পাবলিক পরীক্ষা ও নিয়োগ পরীক্ষা সাধারণত বিভিন্ন স্কুল,কলেজে হয়। এ কারণে বছরের একটি লম্বা সময় সংশ্লিষ্ট স্কুল, কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে এ রুল দিয়েছে।’
বার্তা কক্ষ, ২৫ নভেম্বর ২০১৯