চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অতিবাহিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে ২৪ টি বিদ্যালযের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় নেয়। বাকী ৪টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পার্শ্ববর্তী উপজেলায় অংশ নেন।
এছাড়া ১৬ টি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা দাখিল পরীক্ষায় অংশ নেন। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৪টি কেন্দ্রে এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয় দুটি কেন্দ্রে। এসএসসি ও দাখিল পরীক্ষায় ২হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ২৯ জন ৩১ জন এবং দাখিল পরীক্ষায় অনুপস্থিত ২৭ জন।
তন্মোধ্যো মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯ জন,আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৬ জন,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দে ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ জন এবং আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ জন।অপরদিকে দাখিল পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ( ভেন্যু কেন্দ্র মতলব সরকারী ডিগ্রি কলেজ) ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯ জন এবং ঘিলাতলী ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২০ জন।
১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথমপত্র এবং দাখিলে অনুষ্ঠিত হয়েছে আরবী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ সেপ্টেম্বর ২০২২