চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া দাখিল মাদ্রসা (মতলব দক্ষিণ-২) কেন্দ্রে আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি হাদিস শরিফ পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করার কারণে ২ পরীক্ষার্থী বহিস্কার এবং ৫ শিক্ষক কে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্র সচিব মাওলানা মোঃ আবুল বাশার জানান, ঘিলাতলী সামাদিয়া দাখিল মাদ্রসা (মতলব দক্ষিণ-২) কেন্দ্রে আজ বুধবার সকালে দাখিল পরীক্ষায় হাদিস শরিফ বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসাধুপায় অবলম্বন করার সময় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা দুই পরীক্ষার্থীকে হাতে নাতে ধরেন। পরে তাদেরকে বহিস্কার করা হয়। এরা হলেন নন্দিখোলা দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ সাহেদ মিয়ান রোল নং ৩১৭৩৫২, কালিকাপুর দাখিল মাদ্রসার ছাত্র মোঃ জিসান মুন্সি রোল নং ৩১৭১৭০।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৫ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন-উপাদী দখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আবুল হোসেন, লামছরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমলন্দ ঘোলদার ও সালেহ আহমেদ, দিঘলদী দাখিল মাদ্রসার সহকারি শিক্ষক সফিকুর রহমান, ধনারপাড় দাখিল মাদ্রসার সহকারি শিক্ষক রাসেল মিয়া।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur