চাঁদপুরে আল-আমিন মডেল মাদ্রাসার দাখিল(এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলা দরবারের পীর আল্লামা খাজা অলি উল্যাহ।
মাদ্রাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগি আব্দুস শুক্কুর মোস্তান, ছোট সুন্দর আলামিন সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ, ওসমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নাজমুস সায়াদাত, উপাধ্যক্ষ আশাদুজ্জামান দেওয়ান।
বিদায়ী ছাত্র হাফেজ সাব্বির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ, হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র হাফেজ মো. নেয়ামত উল্যাহ।
হামদ নাত পরিবেশন করেন ৮ম শ্রেণির ছাত্র রবিউল আউয়াল হৃদয় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোবারক হোসেন।
আলোচনা সভা শেষে পরিক্ষার্থী ও সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ