চাঁদপুরেরর শাহরাস্তি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ২৮ জানুয়ারি মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাদের জন্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টামটা (দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভুঁইয়া(মানিক)।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলী।
এদিকে একইদিনে পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় বিদ্যুৎসাহী সদস্য মোঃ শরিফ হোসেন পাটোয়ারী।
সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহ্ জালাল, মোঃ ওমর ফারুক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন প্রমুখ।
একইদিনে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিঃ মোঃ মকবুল হোসেন পাটোয়ারী।
বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ নুরুন্নবীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টামটা (উঃ) ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ হাবিব উল্যাহ বিএসসি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, মোঃ সেলিম ভুইঁয়া, মোঃ আসলাম তালুকদার, বলশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাঃ কামরুন্নাহারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
একইদিনে উপজেলার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০২০ইং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গির আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ কবির হোসেন, টামটা দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভুইয়া (মানিক), টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এটিএম আনোয়ার হোসেন সহ অভিভাবক সদস্য, সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
প্রতিবেদক : জামাল হোসেন, ২৮ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur