১১ আগস্ট থেকে ৫-১১ বয়সীদের পরীক্ষামূলক টিকা শুরু

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামি ১১ আগস্ট থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের তথা ৫-১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন,‘পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষে এরপর ২৬ আগস্ট পুরোদমে এসব শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।’

রোববার ৭ আগস্ট দুপুর ১২ টায় নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘ ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে। সবমিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি।’

জাহিদ মালেক বলেন,‘ আমরা টিকা কার্যক্রমে সফল হয়েছি। এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছি। যে কারণে সম্প্রতি জাতিসংঘের এক অনুষ্ঠানে আমরা দাওয়াত পেয়েছি। সেখানে আমাদেরকে বিশ্ববাসীকে জানাতে হবে কিভাবে আমরা টিকা কার্যক্রম পরিচালনা করে সফল হয়েছে।’

তিনি বলেন,‘ওই অনুষ্ঠানে পরবর্তীতে যদি দেশে আবারও করোনার নতুন ঢেউ আসে,তখন করণীয় সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে। আমরা কীভাবে কোভিড মোকাবেলা করেছি,সেটা বিশ্ববাসীকে বলতে হবে।’

৭ আগস্ট ২০২২
এজি

Share