Home / চাঁদপুর / ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর : পরিস্কার-পরিছন্ন কার্যক্রম শুরু
ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর : পরিস্কার-পরিছন্ন কার্যক্রম শুরু

ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর : পরিস্কার-পরিছন্ন কার্যক্রম শুরু

ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পরিস্কার-পরিছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে ।

ইতোমধ্যে ওইস্থানে অবস্থিত আগাছা, ময়লা-আবর্জনাসহ অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে । পুরোদমে সংস্কার কাজ শুরু করা হয়েছে ।

এ ব্যাপারে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, ‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে কার্যালয়ের সম্মুখস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে জনগণের সহযোগিতা চাই। সার্কিট হাউজসহ সরকারি অন্যান্য স্থাপনাগুলোতেও অনুরুপ পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করবো।’

তিনি আরো জানান, ‘শহরের প্রত্যেক ওয়ার্ডে ও গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার জন্য অত্যাধুনিক বক্স রাখা হবে । যাতে পথচারীরা নিদিষ্টস্থানে ময়লা ফেলতে পারে। আমরা চাই জনসাধারণও নিজস্ব উদ্যোগে বাসা-বাড়ির সামনে এ ধরণের পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসুক।’

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply