চাঁদপুরের বিভিন্ন উপজেলা পযার্য়ের উদোক্তা,আত্মকর্মী ও প্রশিক্ষনার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে শনিবার জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি’ শীর্ষক প্রকপ্লের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এ কর্মশালা-২১ এর আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তেব্য বলেন, যুবদের কর্মসংস্থানের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। নিজের জীবনকে বদলাতে পরিশ্রমের বিকল্প নেই। জীবনের শ্রেষ্ঠ সময় হলো নিজেকে বদলানো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
প্রশিক্ষক মোহাম্মদ আহসান উদ্দিন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন মোঃ ফারুক হোসেন,বিভিন্ন উপজেলার যুব উদ্যোক্তা,আত্মকর্মী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur