Home / চাঁদপুর / ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
পরিবেশ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পরিবেশ মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবারের ৫ জুনে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে: ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ প্রযোজনায় সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে আকর্ষণীয় র‌্যালি।

চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হবে। সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো.মিলন মাহমুদ পিপিএম(বার),
জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েল।

উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখবেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মো.রাজিব। প্রবন্ধ উপস্থাপন করবেন ড.মো.মাসুদ হোসেন সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ চাঁদপুর সরকারি মহিলা কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।

আবদুল গনি,
চাঁদপুর টাইম,
২ জুন ২০২২