Home / চাঁদপুর / ‘পরিবেশ রক্ষায় চাঁদপুরের মানুষ অনেক সচেতন’
‘পরিবেশ রক্ষায় চাঁদপুরের মানুষ অনেক সচেতন’

‘পরিবেশ রক্ষায় চাঁদপুরের মানুষ অনেক সচেতন’

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল বলেছেন, ‘দেশের অন্য জেলার তুলনায় চাঁদপুর জেলার মানুষ অনেক সচেতন। তারা পরিবেশ রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করে। পরিবেশ দূষণ করে মানুষের ক্ষতি সাধন করে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।’

বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা কার্যালয়ে রাইস মিলের সম্ভাব্য দূষন নিয়ন্ত্রণ ব্যাবস্থা, পরিবেশ সংক্রান্ত বিধিবিধান প্রতিপালন ও উচ্চ আদালতে নির্দেশনা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘রাইস মিলে উৎপাদনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। পরিবেশ রক্ষার বিষয়টি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। অটো রাইস মিলগুলোতে নির্গত ধূলাবালি ও ধানের কুন কারখানার বাহিরে বাতাসে বের যেন না হয় সে ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে।’

রাইসমিল মালিকদের সতর্কতায় তিনি আরো বলেন, ‘আগামি ৫ মাসের মধ্যে চিমনির উচতা ১২০ ফুটের বেশি বাড়াতে হবে। যেসব অটো রাইস মিলগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই সেগুলোতে আগামি ৩ মাসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

সভায় বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল হাসাল তালুকদার, জেলা রাইস মিল মালিক সমিতি সভাপতি পরেশ মালাকার , সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, কোষাধক্ষ শাহ-আলম বাদশা, সদস্য বাদল বেপারী, রহিম মিয়া, রকিব চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা , রাইস মিল মালিক সমিতির সদস্য ও রাইস মিল ব্যাবসায়ীবৃন্দ।

‘পরিবেশ রক্ষায় চাঁদপুরের মানুষ অনেক সচেতন’

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply