Saturday, 23 May, 2015 4:48:21
ঢাকা করেসপন্ডেন্ট:
যতদিন অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসবে, ততদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।’
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্রে তার মৃত্যু হয়েছে। জিয়া নিজে থেকে ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতা দখলও করেননি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও পরবর্তীতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার কারণে মানুষ জিয়াকে যুগ যুগ ধরে স্মরণ করবে।’
তিনি বলেন, ‘বাকশাল হটিয়ে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন তা পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।’
গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে মওদুদ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধান মেনে রাষ্ট্র চালিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছেন। জিয়ার প্রতিষ্ঠিত সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহিলা দল সভাপতি নূরী আরা সাফা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি আবদুল মালেক, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।