৩০ লাখ গাছের চারা রোপণ করবে পরিবেশ ও বন বিভাগ

৩০ লাখ গাছের চারা রোপণ করার পরিকল্পনা করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। শহীদদের প্রতি প্রতিকীভাবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এ কর্মসূচি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। দেশে বর্তমানে ১ কোটি ১৭ লাখ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছে।

তাদের কাজে লাগিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ বছর জুন মাসে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সময় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ইতোমধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ তাদের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।

বৃক্ষরোপণের জন্য যাতে পূর্ব থেকে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা যায় সে জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দেয়া হয়েছে।অন্যদিকে সোমবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রীর সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

এবিষয়ে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এ কর্মসূচি দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান মন্ত্রী।

বার্তা কক্ষ

Share