Home / চাঁদপুর / পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খালি জায়গায় গাছ লাগাতে হবে
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খালি জায়গায় গাছ লাগাতে হবে
চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। ছবি : আশিক বিন রহিম

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খালি জায়গায় গাছ লাগাতে হবে

চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৬:৫৭ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৫, রোববার

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

২৩ আগস্ট রোববার বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ।

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ।

 

ছবি : আশিক বিন রহিম

ছবি : আশিক বিন রহিম

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, “বাংলাদেশের আবহাওয়া অনুকূল ও মাটি উর্বর থাকার কারণে যে কোনো গাছ খুব সহজেই বেড়ে উঠে। প্রায় ৭০টির মতো ফলগাছ আমাদের দেশে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের চারপাশের খালি জায়গাগুলোতে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সপ্তাহব্যাপী এ মেলা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। মেলায় ১৪টি স্টল প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫