চাঁদপুরে ১০৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ১০৯ পরিবারকে ঘর প্রদান করা হবে।

শুক্রবার ১৮ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসনের তথ্যমতে,দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলায় ঘর পাবে ১৭টি,কচুয়া উপজেলায় ২টি,মতলব উত্তর উপজেলায় ৩০টি,হাজীগঞ্জ উপজেলায় ১০টি,শাহরাস্তি উপজেলায় ৩০টি ও হাইমচর উপজেলায় ২০টি।

এর আগে চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে গৃহ প্রদান করা হয় ১১৫টি পরিবারকে। এর মধ্যে সদর উপজেলায় ৪০টি, কচুয়া উপজেলায় ১৫টি, মতলব উত্তর উপজেলায় ৫টি,হাজীগঞ্জ উপজেলায় ৫টি, শাহরাস্তি উপজেলায় ৫টি, মতলব দক্ষিণ উপজেলায় ২৫টি,হাইমচর উপজেলায় ২০টি।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৮ জুন ২০২১
এজি

Share