চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বাসস্ট্যান্ড, চাঁদপুর সরকারি কলেজ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেয়া বিভিন্ন শিক্ষার্থীরা মাদক বিরোধী শ্লোগান দেয় এবং দেশাত্ববোধক গান পরিবেশন করে।
পৃথক পৃথক স্থানে র্যালিতে একত্বতা পোষন করে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, উপধ্যক্ষ মো. শাহ-আলম, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার।
এসময় বিভিন্নস্থানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আমাদের সমাজের মাদক এবং বাল্য বিবাহ মারাত্মক আকার ধারণ করেছে। কোনো পরিবারে যদি একজন সদস্য মাদকাসক্ত হয় তবে ওই পরিবারের সুখ চলে যায়। এই শিক্ষার্থীরা মাদক এবং বাল্য বিবাহমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু পুলিশের একার পক্ষে এর থেকে উত্তরণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমষ্টিগত সমাজিক আন্দলন। আসুন আমরা সকলে মিলে মাদক এবং বাল্য বিবাহ মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আপনাদের সকলের সহযোগিতা পেলে চাঁদপুকে মাদক এবং বাল্য বিয়ে মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম
আশিক বিন রহিম[/author]
আপডেট ৮:৫৫ পিএম, ৬ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ