চাঁদপুর পুরাণ বাজার পৌর ৪নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদ গ্রামের রাঢ়ী বাড়িতে রোববার (১৩ আগস্ট) ভোর রাতে মাহমুদা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে নিহতের পরিবারের অভিযোগ ‘তার স্বামী রুবেল পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।’
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি ও ওসি তদন্ত মাহবুব মোল্লা।
এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেল পূর্বে জাফরাবাদ ও লক্ষ্মীপুরে ২টি বিবাহ করে। নিহত মাহমুদা তার ৩য় স্ত্রী ছিলেন।
নিহতের পিতা মাসুম রাঢ়ী ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে নূরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহমুদাকে জোর পূর্বক রুবেল উত্তপ্ত করে। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে মাহমুদাকে বিয়ে করে। বিয়ের পর থেকেই রুবেল তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য প্রায়ই মারধর করতো।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লা ওলি জানায়, নিহত মাহমুদার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ০৮ : ১৯ পিএম, ১৩ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur