চাঁদপুরে পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা মিনি চালিত অটোরিক্সা টেক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট ২৫০৩) জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর শনিবার বিকাল ৩ টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি রিপন হোসেনের সভাপতিত্বে ও সভা পরিচালনা করেন বর্তমান কমিটির সভাপতি কাজী ওমর ফারুক।

উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর এডভোকেট মোঃ কবির হোসেন চৌধুরী বলেন, আপনাদের মাঝে যে দ্বিধা দন্ধ রয়েছে, তা নিরসনের জন্য চাঁদপুর পৌরসভার মেয়র আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সে জন্য আজকে আপনাদের সভায় এসেছি। আপনারা কিভাবে সুষ্ঠু ভাবে নির্বাচন করে সংগঠনকে সুসংগঠিত করতে পারেন সে জন্য কাজ করবেন। আমি নিজেও সিএনজি দ্বারা দূর্ঘটনায় আহত হয়েছি। চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেই চালক তার স্ত্রীকে দিয়ে ৪০ হাজার টাকা সমিতির কাছ থেকে লোন এনে আমাকে দিতে চেয়েছিলো। আমি সেই টাকা তাকে ফিরিয়ে দেই। আজো সেই চালক রাস্তায় দেখলে আমাকে সালাম দেয়।

তিনি আরও বলেন, আসলে চালকরা ক্ষতিগ্রস্ত। তারা সারাদিন গাড়ি চালিয়ে যা আয় করে তার বেশি অংশটা মালিকদের দিতে হয়। যোগ্য শ্রমিক কে নেতা তৈরি করতে হবে। আপনারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিবেন। যাতে করে আগামি দিনে আমাদের শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবে এমন ব্যাক্তিকেই সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে এ সংগঠনের নির্বাচন সম্পন্ন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জ বিভাগিয় শ্রমদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা আজিজুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সম দপ্তরের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, কুমিল্লা আঞ্চলিক সমুদ্র কোটবাড়ির তাজুল ইসলাম, টিআই জহিরুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর জেলার ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলার ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু,জাতীয় শ্রমীক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম মন্টু ।আরো বক্তব্য রাখেন সামিম হোসেন মিয়াজি, আরিফুর রহমান, হুমায়ন কবির, তাজুল ইসলাম হাওলাদার, জামাল বেপারী, মহসীন মিজি, আবুল কালাম ভুট্টো, সফিকুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আকবর হোসেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share