জবির ভর্তি পরীক্ষার নিয়মে পরিবর্তন

গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ৩১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত, ২৪ নম্বর হবে বহুনির্বাচনি প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.শেখ গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২১ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনী আকারে প্রশ্ন হবেও বলে জানান রেজিস্ট্রার। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থেকে ১২ ও ১৬ নম্বর হিসাব করা হবে।

এবারের ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ,‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেবেন। এর মধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কমিটি সূত্রে আরও জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকেল দু’ শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকেল তিন শিফটে। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ না রাখতে এবং উপরোক্ত এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটি। শিগগির ভর্তি বিজ্ঞপ্তি আসবে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪
এজি

Share