চাঁদপুর

চাঁদপুর সরকারি হাসপাতাল আইসোলেশন ইউনিট পরিদর্শনে সেনাবাহিনী

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের একটি আলাদা ভবনে ক‌রোনা ভাইরাস আক্রান্ত রোগী‌দের সেবা নি‌শ্চিত করনে প্রস্তুতকৃত আইসোলেশন ইউনিট পরিদর্শন করেছেন সেনা সদস্যরা।

২৪ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় সেনাবা‌হিনীর উচ্চ পদস্থ সেনা কর্মকর্ত‌াদের এক‌টি টিম হাসপাতা‌লের অাই‌সো‌লেশন ইউনিটটি প‌রিদর্শন ক‌রেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন কু‌মিল্লা সেনা‌নিবা‌সের উপ-অ‌ধিনায়ক মেজর খায়রুল থ্রিবীর, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আবদুল্লা আল মাহমুদ জামান, চাঁদপুর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে তত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল-করিম, সি‌ভিল সার্জন ডা. মোঃ শাখাওয়াত উল্লাহ, সহকারী পরিচালক ডা. মাহবুবুল ক‌রিম, জেলা বিএমএর সাধারন সম্পাদক ডা. মাহমুদুনবী মাসুম, হাসপাকালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. সুজাউদৌলা রু‌বেল, চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ ও ম‌ডেল থানার ইন্স‌পেক্টর মোর‌শেদ প্রমুখ।

চাঁদপুরে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলে তাদের চিকিৎসাসেবা দিতে চাঁদপুর জেনা‌রেল হাসপাতা‌লে ১০০টি বে‌ডের এক‌টি আইসো‌লেশন ইউ‌নিট প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। একই সাথে ওই ওয়ার্ডে চিকিৎসক ও নার্স‌দের এক‌টি টিম প্রস্তুত আছে বলে জানা গেছে। আর প্রস্তুতকৃত সেই  ওয়ার্ডটি মঙ্গলবার দুপুরে সেনাবা‌হিনীর পক্ষ থে‌কে এক‌টি দল প‌রিদর্শন ক‌রেন।

কবির হোসেন মিজি,২৪ মার্চ ২০২০

Share