২৫ সেপ্টেম্বর ২০২১ বিকাল চারটায় জননন্দিত পৌর মেয়র এড.জিল্লুর রহমান জুয়েল চাঁদপুরের ঐতিহ্যবাহী ডি.এন হাই স্কুল পরিদর্শনে আসেন।
প্রথমেই তিনি প্রেসিডেন্ট’স স্কাউট পরীক্ষার্থীদের সাথে পরিচিত হন। অতঃপর ডি.এন স্কুলের বিভিন্ন সমস্যা সমূহ সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।
ছাত্রদের শিক্ষার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত করার জন্য স্কুলের তিন দিকের ড্রেইন সমূহ সংস্কার,ওয়াল নির্মাণ,ছাত্রদের চলার জন্য ফুটপাত নির্মাণ ও রোডের পশ্চিম পাশে একটি ফুলের বাগান করার পরিবেশ,অভিভাবক ও শিক্ষার্থীদের বসার জন্য একটি মনোরম ও শৈল্পিক স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
তিনি শত বছরের পুরনো স্কুলের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছাত্র,শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে মেয়র মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সিনিয়র করেসপন্পেন্ট , ২৬ সেপ্টেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur