কুমিল্লা হবে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী। আর এই পরিকল্পিত নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম।
তিনি কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবদিকদের সাথে এসব কথা বলেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, প্রাচীন শহর কুমিল্লা। এই শহরে মানুষের বসবাসের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই নগরীতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জলাবদ্ধতা সমস্যা সমাধানে খাল খনন কাজ চলমান আছে। কান্দিরপাড় থেকে জাঙ্গালিয়া পর্যন্ত খালটি গভীরভাবে পুনঃখনন ও স্থায়ী বক্স ড্রেন নির্মাণের জন্য টেন্ডার করা হয়েছে।
যানজট সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম বলেন, যানজট সমস্যা সমাধানে আগামী ৭দিনের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। পূর্বে কিছু অব্যবস্থাপনা ছিলো। পরিকল্পিত নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলার অভিযানের অংশ হিসেবে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এই অভিযানে অংশ নেয় প্রায় শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। তারা সিটি কর্পোরেশনের জাঙ্গালিয়া, নোয়াগাঁও, আশ্রাফপুর ও আশপাশের এলাকা, সড়ক এবং দোকানপাটের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
সড়কে ধুলবালি, যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখতে নগরীর সকল ওয়ার্ডে টানা এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। এছাড়াও ড্রেনেজ, সড়ক ও বাস টার্মিনালে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট দখলমুক্ত করণসহ সাধারণ মানুষকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সাবেক কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী বশির উল্লা মজুমদার, সিটি কর্পোরেশন কর নির্ধারণ কর্মকর্তা ও ১৯-২৭ নং ওয়ার্ডের বর্জ্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, ২১নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাকসুদুর রহমান, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, কার্যকারী সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সিটি কর্পোরেশন কর নির্ধারণ কর্মকর্তা ও বর্জ্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান করা হয়েছে। ক্লিন সিটি করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসক স্যারের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গড়ে উঠবে ‘ক্লিন কুমিল্লা সিটি’। পরিকল্পিত একটি সিটি কর্পোরেশন গড়তে আন্তরিকতার সাথে কাজ করছে কুসিক।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৩ জানুয়ারী ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur