হাইমচর

হাইমচরের জামিলায়ে মহিলা দাখিল মাদরাসার পরিক্ষার্থীদের দোয়া

চাঁদপুর হাইমচর উপজেলার জামিলায়ে মহিলা দাখিল মাদরাসার ২০১৭ সনের দাখিল পরিক্ষার্থীদের বিদায় শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিক হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে নারী শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজে নিষ্ঠার সাথে ধর্ম পালন করেন এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিও লক্ষ রাখেন। হাইমচর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনির উন্নয়নের ছোয়া লেগেছে। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আলহাজ্ব ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. বাচ্চু মিয়া খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাও. মো. শাহআলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাউসার মিয়াজি, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারী, সাবেক প্রধান শিক্ষক মো. মোতালেব মাষ্টার, স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ, ১নং ওয়ার্ড মেম্বার মো. আবুল খায়ের দেওয়ান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. মোক্তার আহমেদ।

শুরুতে কোরআন তেলোয়াত করেন সপ্তম শ্রেণীর ছাত্রী সেলিনা আক্তার, নাতে রাসুল (স.) পরিবেশন করেন সালমা আক্তার, বিদায়ী ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন হীরা আক্তার।

শেষে পরিক্ষার্থীদের সফলতার কামনায় দোয়া ও মিলাদের মধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

প্রতিবেদক-বিএম ইসমাইল হাইমচর
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৫০ পিএম, ২১ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share