Home / কৃষি ও গবাদি / মৎস্যচাষ-গবাদিপশু পালন সম্পর্কে পরামর্শ-সেবা প্রদানে কল সেন্টার চালু
cow

মৎস্যচাষ-গবাদিপশু পালন সম্পর্কে পরামর্শ-সেবা প্রদানে কল সেন্টার চালু

মৎস্যচাষ ও গবাদিপশু পালন সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদানের জন্য রাজধানীতে মৎস্য অধিদপ্তরের সদর দপ্তরে ১৬১২৬ নম্বরে একটি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর দপ্তরে ১৬৩৫৮ নম্বরে অন্য একটিসহ মোট দুটি কল সেন্টার স্থাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কল সেন্টারে ফোন করে মৎস্যচাষি ও খামারিরা মৎস্য চাষ, মাছের রোগবালাই ইত্যাদি সম্পর্কে তথ্য ও সেবা পাবেন। একইভাবে প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যোক্তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের কল সেন্টার থেকে গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরামর্শ ও সেবা পাবেন।

সপ্তাহে ৫ দিন (রোব থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য খাতের ও প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যেক্তারা কল সেন্টার থেকে সরাসরি সেবা পাবেন।

রোববার ৫ জুন রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ সেবা কল সেন্টারের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় মন্ত্রী বলেন,‘দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে বিশ্বে বিস্ময়কর ও আধুনিক স্থানে নিয়ে যাওয়ার জন্য কল সেন্টার হবে বড় ধরনের সহায়ক। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মানুষের দ্বারপ্রান্তে তাৎক্ষণিক সেবা পৌঁছে দিতে কল সেন্টার চালু করা হয়েছে।’

৬ জুন ২০২২
এজি