আন্তর্জাতিক

‘পররাষ্ট্রমন্ত্রী, আমাদের জীবনের কি কোনো দাম নেই’

চীনের যে উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়েছে, সেখানে আটকেপড়া ১৭২ বাংলাদেশি শিক্ষার্থীকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

উহানের থ্রি গোর্জেস ইউনিভার্সিটির ছাত্র দ্বীন মুহাম্মদ তার ফেসবুক আইডিতে সোমবার লেখেন– ১৭২ বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে সহযোগিতা করুন।

আজ আমাদের ইউনিভার্সিটি থেকে কাজাখস্তানের ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আর আমরা জানালা দিয়ে দেখছি…।

আমাদের পররাষ্ট্রমন্ত্রী একবার বলছেন– তাদের আনা হবে না, আবার বলছেন– আনতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না। আর তিনি বারবার টাকার কথা বলছেন! আমাদের জীবনের কি কোনো দামই নাই!

আর কতবার বলব যে, আমরা নিজেদের টাকায় যেতে প্রস্তুত!

আমাদের শুধু যাওয়ার ব্যবস্থাটা করে দিন।

আমরা চাইনিজ লোকাল অথরিটির সঙ্গে কথা বলেছি, তারা বলেছে– এটি আপনার দেশের সরকারের সহায়তা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।’

বার্তা কক্ষ,১১ ফেব্রুয়ারি ২০২০

Share