Home / চাঁদপুর / হজ্ব পালনে জাপা নেতা এসএমএম আলমের সস্ত্রীক সৌদি গমন
হজ্ব পালনে জাপা নেতা এসএমএম আলমের সস্ত্রীক সৌদি গমন

হজ্ব পালনে জাপা নেতা এসএমএম আলমের সস্ত্রীক সৌদি গমন

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা এসএমএম আলম স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে শুক্রবার রাত ৮ টা ২৫ মিনিটে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হন।

বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। সময়াভাবে তিনি বহু আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ রাজনৈতিক শুভাকাংখিদের সাথে দেখা করে বা বলে যেতে পারেননি বলে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। হজ পালন শেষে আগামী ১৫ সেপ্টেম্বর তার দেশে ফিরে আসার কথা।

এস এম এম আলম চাঁদপুর শহরের তালতলা এলাকার বাসিন্দা মরহুম শাহ মোঃ হাসান (বাচ্চু মিয়া) ও মরহুমা ফয়জুন্নেছা বেগম পারুলের জ্যেষ্ঠ ছেলে। তার ছোট ভাই শাহ মোহাম্মদ মাকসুদুল আলম চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। এস এম এম আলমের স্ত্রী তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিসেস সবুরা বেগমও তার সাথে হজ পালন করতে সৌদী আরব গেছেন।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১০: ৩০ পিএম, ১৪ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply