মতলব উত্তরে পবিত্র শবে বরাত পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার রাতে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থেকে পবিত্র শবে বরাত রাতটি পালন করে। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৮ মার্চ ২০২৩

Share