দেশের আকাশে বৃহস্পতিবার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন বলে বিশ্বাস করেন মুসলমানরা।
মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অনেকে নফল রোজা রাখেন, দান-খয়রাতও করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাতই দেয় পবিত্র মাহে রমজানেরও আগমনী বার্তা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur