হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাস শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। বাংলাদেশের আকাশে আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে এই গণনা শুরু হবে।
সে হিসাবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। এমন সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
সোমবার(৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩ মিনিটে। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ থেকে চাঁদের কোনো অংশ দেখা যাবে না। তবে পরদিন ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে প্রায় ৩৯ মিনিট দেশের পশ্চিম আকাশে চাঁদ অবস্থান করবে।
আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই তা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ১০:০৩ পিএম,৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার
এইউ