দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল শুক্রবার ২৭ জুন থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। সে হিসেবে ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে- ২৯ জিলহজ ১৪৪৬ হিজরি ১২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
এমতাবস্থায় ১৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ২৭ জুন ২০২৫ খ্রি. শুক্রবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে, ১০ মুহাররম ১৪৪৭ হিজরি, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জুলাই ২০২৫ খ্রি. রবিবার পবিত্র আশুরা পালিত হবে।
৩ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur